Header Ads

Header ADS

শ্যামনগর উপজেলা

 শ্যামনগর বাংলাদেশের খুলনা বিভাগের অন্তর্গত সাতক্ষীরা জেলার একটি উপজেলা




অবস্থান ও আয়তন[সম্পাদনা]

বাংলাদেশের সর্ব দক্ষিণ পশ্চিমে অবস্থিত উপজেলা হল শ্যামনগর।

১৯৬৮.২৪ বর্গ কিমি। অবস্থান: ২১°৩৬´ থেকে ২২°২৪´ উত্তর অক্ষাংশ এবং ৮৯°০০´ থেকে ৮৯°১৯´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে কালীগঞ্জ (সাতক্ষীরা) ও আশাশুনি উপজেলা, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে কয়রা ও আশাশুনি উপজেলা, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য ।

জনসংখ্যা[সম্পাদনা]

মোট জনসংখ্যা ৩১৩৭৮১; পুরুষ ১৬০২৯৪, মহিলা ১৫৩৪৮৭। মুসলিম ২৪৩২৫৭, হিন্দু ৭০১৫১, বৌদ্ধ ৫৬, খ্রিস্টান ২০ এবং অন্যান্য ২৯৭। এ উপজেলায় মুন্ডা, ভগবেনে, চন্ডাল, কৈবর্ত প্রভৃতি নৃগোষ্ঠীর বসবাস রয়েছে।

প্রশাসনিক এলাকা[সম্পাদনা]

শ্যামনগর থানা গঠিত হয় ১৮৯৭ সালে। শ্যামনগর থানায় ১২টি ইউনিয়ন, ১২৭টি মৌজা/মহল্লা এবং ২১৬টি গ্রাম আছে। ইউনিয়নগুলো হলো:







শিক্ষা[সম্পাদনা]

শিক্ষার হারঃ ৬৪.৮৪%; পুরুষ ৩৮%, মহিলা ২৬.৮৪%। শিক্ষা প্রতিষ্ঠানঃ ২৭৫টি; কলেজ ০৭, মাধ্যমিক বিদ্যালয় ৪৩, প্রাথমিক বিদ্যালয় ১৮৯, কমিউনিটি স্কুল ০৩, মাদ্রাসা ৩৬। [১] উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান:

  1. শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজ (১৯৭২),
  2. আতরজান মহিলা মহাবিদ্যালয়,
  3. নকিপুর সরকারি হরিচরণ মাধ্যমিক উচ্চ বিদ্যালয় (১৮৯৯),
  4. নকিপুর হরিচরণ বালিকা বিদ্যালয়,
  5. ভুরুলিয়া নাগবাটি মাধ্যমিক বিদ্যালয়, ভুরুলিয়া (১৯৪৫),
  6. নূরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয় (১৯৫৫)
  7. পাতাখালি মাধ্যমিক বিদ্যালয় (১৯৫৪),
  8. মুন্সিগঞ্জ ডিগ্রি কলেজ,
  9. গোবিন্দপুর কলেজিয়েট স্কুল,
  10. ভুরুলিয়া সিরাজপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, সিরাজপুর।
  11. পাতাখালি সিনিয়র মাদ্রাসা (১৯৪৫),
  12. জয়নগর হামিদিয়া সিনিয়র মাদ্রাসা (১৯৬৩)।

বিশিষ্ট ব্যক্তিত্ব[সম্পাদনা]

  • পচাব্দী গাজী - প্রখ্যাত শিকারী।
  • রাজা হরিচরণ রায় চৌধুরি - সমাজসেবী।
  • ফজলুল হক- মুক্তিযোদ্ধা, সাবেকসংসদ সদস্য ।
  • জয়ন্ত চট্টোপাধ্যায় - আবৃত্তিকার ও অভিনেতা।
  • ড. মোহাম্মদ আব্দুল মজিদ - সাবেক চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড।
  • জনাব অনিমেষ ব্যানার্জী - বিশিষ্ট সেতার বাদক, বংশীবাদক ও বেতার শিল্পী।
  • গাজী আনিস; লেখক, উপস্থাপক, সাংবাদিক ও সমাজকর্মী।ok
  • অনিল রাজ, লেখক
  • চারুচন্দ্র মণ্ডল-চারণ কবি।
  • কুমার দীপ, কবি-প্রাবন্ধিক-গল্পকার।
  • আলহাজ কুরবান আলী সরদার; ভাষাসৈনিক, রাজনীতিবিদ ও সমাজ সংস্কারক ।

প্রাচীন নিদর্শন ও দর্শনীয় স্থান[সম্পাদনা]

  • ১. যশোরেশ্বরী মন্দির (ঈশ্বরীপুর), রাজা প্রতাপাদিত্য কর্তৃক প্রতিষ্ঠিত।
  • ২. বংশীপুর শাহী মসজিদ (মুগল আমলে নির্মিত),
  • ৩. নকিপুর হরিচরণ রায়চৌধুরীর বিখ্যাত জমিদার বাড়, শ্যামনগর জমিদার বাড়ি।

নুরুল্লা খাঁ মাযার (নূরনগর),

  • ইশ্বরীপুর হাম্মামখানা|ছয় গম্বুজবিশিষ্ট হাম্মামখানা]] (বংশীপুর),
  1. ভুরুলিয়া সার্বজনীন কালীমন্দির,
  1. আকাশনীলা পার্ক, মুন্সিগঞ্জ

অন্যান্য দর্শনীয় স্থান[সম্পাদনা]

  • মান্দারবাড়িয়া সমুদ্র সৈকত,
  • আকাশনীলা ইকো ট্যুরিজম সেন্টার,
  • কলাগাছি, সুন্দরবন,
  • গোপালপুর দীঘি পার্ক।
  • জাহাজঘাটা-ভুরুলিয়া, শ্যামনগর।

[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. ↑ ঝাঁপ দাও: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে শ্যামনগর উপজেলা" (PDF)। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০১৫
  2.  "আরও প্রখ্যাত ব্যক্তিবর্গ"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ৪ এপ্রিল ২০১৭। ২১ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০১৯
  3.  "সাতক্ষীরার দর্শনীয় স্থান"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

No comments

Powered by Blogger.