শ্যামনগর উপজেলা
শ্যামনগর বাংলাদেশের খুলনা বিভাগের অন্তর্গত সাতক্ষীরা জেলার একটি উপজেলা।
অবস্থান ও আয়তন[সম্পাদনা]
বাংলাদেশের সর্ব দক্ষিণ পশ্চিমে অবস্থিত উপজেলা হল শ্যামনগর।
১৯৬৮.২৪ বর্গ কিমি। অবস্থান: ২১°৩৬´ থেকে ২২°২৪´ উত্তর অক্ষাংশ এবং ৮৯°০০´ থেকে ৮৯°১৯´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে কালীগঞ্জ (সাতক্ষীরা) ও আশাশুনি উপজেলা, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে কয়রা ও আশাশুনি উপজেলা, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য ।
জনসংখ্যা[সম্পাদনা]
মোট জনসংখ্যা ৩১৩৭৮১; পুরুষ ১৬০২৯৪, মহিলা ১৫৩৪৮৭। মুসলিম ২৪৩২৫৭, হিন্দু ৭০১৫১, বৌদ্ধ ৫৬, খ্রিস্টান ২০ এবং অন্যান্য ২৯৭। এ উপজেলায় মুন্ডা, ভগবেনে, চন্ডাল, কৈবর্ত প্রভৃতি নৃগোষ্ঠীর বসবাস রয়েছে।
প্রশাসনিক এলাকা[সম্পাদনা]
শ্যামনগর থানা গঠিত হয় ১৮৯৭ সালে। শ্যামনগর থানায় ১২টি ইউনিয়ন, ১২৭টি মৌজা/মহল্লা এবং ২১৬টি গ্রাম আছে। ইউনিয়নগুলো হলো:
- ভুরুলিয়া ইউনিয়ন
- কাশিমাড়ী ইউনিয়ন
- শ্যামনগর ইউনিয়ন
- নূরনগর ইউনিয়ন
- কৈখালী ইউনিয়ন
- রমজাননগর ইউনিয়ন
- মুন্সিগঞ্জ ইউনিয়ন
- ঈশ্বরীপুর ইউনিয়ন
- বুড়িগোয়ালিনী ইউনিয়ন
- আটুলিয়া ইউনিয়ন
- পদ্মপুকুর ইউনিয়ন
- গাবুরা ইউনিয়ন
শিক্ষা[সম্পাদনা]
শিক্ষার হারঃ ৬৪.৮৪%; পুরুষ ৩৮%, মহিলা ২৬.৮৪%। শিক্ষা প্রতিষ্ঠানঃ ২৭৫টি; কলেজ ০৭, মাধ্যমিক বিদ্যালয় ৪৩, প্রাথমিক বিদ্যালয় ১৮৯, কমিউনিটি স্কুল ০৩, মাদ্রাসা ৩৬। [১] উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান:
- শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজ (১৯৭২),
- আতরজান মহিলা মহাবিদ্যালয়,
- নকিপুর সরকারি হরিচরণ মাধ্যমিক উচ্চ বিদ্যালয় (১৮৯৯),
- নকিপুর হরিচরণ বালিকা বিদ্যালয়,
- ভুরুলিয়া নাগবাটি মাধ্যমিক বিদ্যালয়, ভুরুলিয়া (১৯৪৫),
- নূরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয় (১৯৫৫)
- পাতাখালি মাধ্যমিক বিদ্যালয় (১৯৫৪),
- মুন্সিগঞ্জ ডিগ্রি কলেজ,
- গোবিন্দপুর কলেজিয়েট স্কুল,
- ভুরুলিয়া সিরাজপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, সিরাজপুর।
- পাতাখালি সিনিয়র মাদ্রাসা (১৯৪৫),
- জয়নগর হামিদিয়া সিনিয়র মাদ্রাসা (১৯৬৩)।
বিশিষ্ট ব্যক্তিত্ব[সম্পাদনা]
- পচাব্দী গাজী - প্রখ্যাত শিকারী।
- রাজা হরিচরণ রায় চৌধুরি - সমাজসেবী।
- ফজলুল হক- মুক্তিযোদ্ধা, সাবেকসংসদ সদস্য ।
- জয়ন্ত চট্টোপাধ্যায় - আবৃত্তিকার ও অভিনেতা।
- ড. মোহাম্মদ আব্দুল মজিদ - সাবেক চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড।
- জনাব অনিমেষ ব্যানার্জী - বিশিষ্ট সেতার বাদক, বংশীবাদক ও বেতার শিল্পী।
- গাজী আনিস; লেখক, উপস্থাপক, সাংবাদিক ও সমাজকর্মী।ok
- অনিল রাজ, লেখক
- চারুচন্দ্র মণ্ডল-চারণ কবি।
- কুমার দীপ, কবি-প্রাবন্ধিক-গল্পকার।
- আলহাজ কুরবান আলী সরদার; ভাষাসৈনিক, রাজনীতিবিদ ও সমাজ সংস্কারক ।
প্রাচীন নিদর্শন ও দর্শনীয় স্থান[সম্পাদনা]
- ১. যশোরেশ্বরী মন্দির (ঈশ্বরীপুর), রাজা প্রতাপাদিত্য কর্তৃক প্রতিষ্ঠিত।
- ২. বংশীপুর শাহী মসজিদ (মুগল আমলে নির্মিত),
- ৩. নকিপুর হরিচরণ রায়চৌধুরীর বিখ্যাত জমিদার বাড়, শ্যামনগর জমিদার বাড়ি।
নুরুল্লা খাঁ মাযার (নূরনগর),
- ইশ্বরীপুর হাম্মামখানা|ছয় গম্বুজবিশিষ্ট হাম্মামখানা]] (বংশীপুর),
- ভুরুলিয়া সার্বজনীন কালীমন্দির,
- চন্ড ভৈরবের মন্দির (ঈশ্বরীপুর),
- যীশুর গির্জা (১৫৯৯),
- গোবিন্দ দেবের মন্দির (গোপালপুর, ১৫৯৩),
- জাহাজঘাটা নৌদুর্গ (খানপুর, ভুরুলিয়া),
- রাজা প্রতাপাদিত্যের রাজধানী, ধুমঘাট।
- ঐতিহাসিক গোপালপুর স্মৃতিসৌধ
- আকাশনীলা পার্ক, মুন্সিগঞ্জ
অন্যান্য দর্শনীয় স্থান[সম্পাদনা]
- মান্দারবাড়িয়া সমুদ্র সৈকত,
- আকাশনীলা ইকো ট্যুরিজম সেন্টার,
- কলাগাছি, সুন্দরবন,
- গোপালপুর দীঘি পার্ক।
- জাহাজঘাটা-ভুরুলিয়া, শ্যামনগর।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে শ্যামনগর উপজেলা" (PDF)। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০১৫।
- ↑ "আরও প্রখ্যাত ব্যক্তিবর্গ"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ৪ এপ্রিল ২০১৭। ২১ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০১৯।
- ↑ "সাতক্ষীরার দর্শনীয় স্থান"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
No comments